তাওয়াং মনাস্ট্রির আসল নাম গাদেন নামগিয়াল লাত্সে। সতের শতকের শেষের দিকে তিব্বতের পঞ্চম দালাইলামা নগাওয়াং লোবসাং গিয়াতসোর ইচ্ছা অনুসারে তাওয়াং অঞ্চলে একটি মনাস্ট্রি নির্মাণের জন্যে আসেন মেরাক লামা লোদ্রে গিয়াতসো । কিন্তু তিনি কিছুতেই পছন্দসই উপযুক্ত জায়গা খুজে পাচ্ছিলেন না। এ সময় ক্লান্ত হয়ে তাওয়াংয়ের একটি পাহাড়ের গুহায় ধানমগ্ন হন। ধ্যান থেকে উঠে দেখতে পান, তার ঘোড়াটি নিরুদ্দেশ। খুঁজতে খুঁজতে এই পাহাড়ে এসে তিনি তার ঘোড়া পেয়ে যান। একইসাথে জায়গাটিও তার বেশ পছন্দ হয়ে যায়। স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সহায়তায় ১৬৮০ সালে তিনি এখানে এই মনাস্ট্রির নির্মাণকাজ শুরু করেন। এটি সম্পন্ন হয় ১৬৮১ সালে। সেই হিসেবে এটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো। বিশ্বের সবচেয়ে বড় মনাস্ট্রির তিব্বতে আর এটি দ্বিতীয় বৃহত্তম। ২০১৭ সালে সর্বশেষ এই মনাস্ট্রি ভিজিট করেছেন দালাইলামা। Contact : [email protected] #arunachal #tawang_monastery #tawang #অরুণাচল #তাওয়াং_মনাস্ট্রি #তাওয়াং