৪২২ বছরের পুরনো কাঠের প্রাসাদ। স্থাপত্যশৈলী, নান্দনিকতা ও বিশালতায় অন্যন্য এই প্রাসাদটির নাম পদ্মনাভপুরম। পূর্বের হিন্দু রাজ্য ত্রাভাঙ্কোরের প্রাক্তন রাজধানী শহর পদ্মনাভপুরমে অবস্থান এই প্রাসাদটি। বর্তমানের কন্যাকুমারী ও এর অন্তর্ভূক্ত পদ্মনাভপুরম শহর অতীতে বৃহত্তর কেরালা রাজ্যের অংশ ছিলো। পরবর্তীতে এটিকে তামিলনাড়ু রাজ্যের অন্তভূক্ত করা হলেও এই প্রাসাদটির কর্তৃত্ব ছাড়েনি কেরালা। আর ছাড়বেই বা কেন, এই প্রাসাদের সাথেই তো জড়িয়ে রয়েছে কেরালার সমৃদ্ধ ইতিহাস আর স্থাপত্য-ঐতিহ্যের গৌরবগাঁথা। তাইতো প্রাসাদটির মালিকানা, নিয়ন্ত্রণ ও রক্ষাণাবেক্ষণসহ সবকিছুই কেরালা সরকারের হাতে। এই ভিডিওতে তুলে ধরেছি প্রাসাদটির সৌন্দর্য ও ইতিহাস। Contact : [email protected] #wooden_palace #padmanabhapuram_palace #kerala_king's_palace #kanyakumari #কাঠের_প্রাসাদ #কেরালার_রাজা #কন্যাকুমারী